মিটার রিডার-ম্যাসেন্জার ঐক্য পরিষদের কর্মবিরতি

0

রূপগঞ্জ প্রতিনিধি

“বাংলাদেশ মিটার রিডার ও ম্যাসেন্জার ঐক্য পরিষদ চার দফা দাবী নিয়ে কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে আন্দোলনকারীরা চাকুরী নিয়মিত করণ, অভিজ্ঞতা সম্পন্ন সকলকে পরীক্ষা বিহীন নিয়োগ করা, মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদ আলাদা আলাদা রাখা এবং একজনের উপর ৪ হাজার রিডিং ও বিল বিতরণ বাতিল করার দাবী জানিয়ে ঘন্টা ব্যাপি কর্মবিরতি পালন করেছেন।

এরপর জেনারেল ম্যানেজার বরাবর একটি স্বারকলিপি দেন। জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম সকল সুবিধা দেয়ার আশ্বাষ দিলে আন্দোলনকারীরা কর্মবিরতির কর্মসুচী তুলে নেয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন মিটার রিডার আসাদ, বাবুল, জাহাঙ্গির, রুবেল, সোলাইমান, কালাম, মোক্তার, মমিন, আলিম, মহিবুর প্রমূখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.