গুরুদাসপুরে ট্রাক চাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

0

গুরুদাসপুর (নাটোর) সংবদদাতা

বনপাড়া-হাটকিুমরুল মহাসড়করে গুরুদাসপুর উপজেলা অংশের নয়াবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নহিত হয়ছেন। নিহত তফিকুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি বেসকারি উন্নয়ন সংস্থা ই এস ডি ও তে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে এনজিওকর্মী তফিকুল মোটরসাইকেল যোগে তার কর্মস্থল সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় বপিরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা সার্জেন্টে সারোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি তবে চেষ্টা অব্যাহত আছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.