গুরুদাসপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

0

দেশীয় সুটারগান ও এক রাউন্ড গুলিসহ সুজাউদ্দৌল্লা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমাবার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে গুরুদাসপুর পৌর সদরের হামিদুর রহমানের চাতালের কাছ থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত যুবকের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়,- সোমাবার রাত সারে ১১ টা থেকে ওই যুবক অবৈধ অস্ত্র ও গুলিসহ পৌর সদরের গারিষাপাড়া এলাকার গোপালের মোড়ে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোপালের মোড়ে অভিযান চালায়। এসময় ওই যুবক দৌড়ে পালানোর সময় গারিষাপাড়ার হামিদুলের চাতালের কাছে সুটারগানটি ফেলে দেন। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চাতালের পাশ থেকে সুটারগান ও অস্ত্র উদ্ধার করে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.