গাছের নিচে চাপা পড়ে কাউখালিতে বৃদ্ধের মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
গাছ চাপা পড়ে মোস্তফা হাওলাদার (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা দাশেরকাঠী গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে।
নিহতের বোন জানান, মোস্তফা বিভিন্ন এলাকায় গাছ কাটা শ্রমিকের কাজ করতো। তিনি পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়ির চাম্বল গাছ কাটছিলেন। কাটা শেষে গাছটি মোস্তফা ও অন্য এক শ্রমিক মাটিতে ফেলার সময় তার মুখের বাম পাশে ও মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হোসাইন আহম্মেদ জানান, মস্তিষ্কে আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে মোস্তফার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল