বিএনপি জামায়াত-ই সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের সৃষ্টিকারী- ডেপুটি স্পিকার

0

সাঘাটা (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে ইমাম আলেম ওলামাদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা ডেপুটি স্পিকার বলেন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের নৈরাজ্য সৃষ্টি করেছিলো বিএনপি জামাত ।

শনিবার (২০ অক্টোবর) উল্যা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি আলমগীর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম পি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক সেবাস্টিন রেমা।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যতদিন থাকবে ততদিন ইসলাম পরিপন্থি কোন আইন পাশ করার সুযোগ দেয়া হবে না। সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের নৈরাজ্য সৃষ্টি করেছিলো বিএনপি জামায়াত কিন্তু বর্তমান সারকার সব কিছু কঠোর হাতে দমনে সফল হয়েছে।

বিশেষ অতিথির বক্তবে গাইবান্ধা জেলা প্রশাসক বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুধে জিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে, এদের মধ্যে যেই থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

এসময় আরো বক্তব্য রাখেন- গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নন মিয়া, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু সহ প্রমুখ।

অনুষ্ঠানে সাঘাটা ফুলছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম আলেম ওলামা মোয়াজ্জেমরা যোগদান করে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.