চার যুবকের ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল নারায়ণগঞ্জে
মুক্ত অনলাইন ডেস্ক
অজ্ঞাতপরিচয় চার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের কাছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাদের হত্যা করে লাশগুলো ওইস্থানে ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানান ওসি।