তুরাগে অজ্ঞাত পরিচয়ের দুই লাশ উদ্ধার
মুক্ত অনলাইন ডেস্ক
ঝোপের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ওই দুটি মরদেহ রাজধানীর তুরাগ থানা এলাকায় উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন গণমাধ্যমকে জানান, তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরে একটি ঝোপের ভেতর থেকে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সেখান থেকে অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতদের একজনের পরনে প্যান্ট ও শার্ট এবং অপরজনের প্যান্ট ও গেঞ্জি ছিলো।-সুত্রে কালের কন্ঠ
মুক্ত প্রভাত/রাশিদুল