শিলা ভেঙ্গে চীনের কয়লা খনিতে আটকা পড়েছে ২২ শ্রমিক
মুক্ত অনলাইন ডেস্ক
একটি শিলা ভেঙ্গে চীনের শানডং প্রদেশে কয়লা খনিতে ২২ জন খনি শ্রমিক আটকা পড়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর সিনহুয়া ও এনডিটিভি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পূর্ব চীনের ইয়ুনচেং কাউন্ট্রির কয়লা খনিটিতে রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনিতে বায়ু চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে পাশাপাশি উদ্ধার অভিযানও চলছে। চলতি বছরের আগস্টে চীনের দক্ষিণাঞ্চলীয় এটি খনিতে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়। চীনের কয়লা খনিগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রতিবছর বহু মানুষ খনিগুলোতে প্রাণ হারান।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল