কাশ্মীরে গুলিবিদ্ধ দুই সেনা
মুক্ত অনলাইন ডেস্ক
আজ রোববার সকালে কাশ্মীর সীমান্তের কুলগাম জেলার লোরো এলাকায় বিচ্ছিন্নতাবাদী নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে ২ জন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। খবর টাইমস অব ইন্ডিয়া।
গোপন সূত্র পুলিশকে জানায়, ওই এলাকার একটি বাড়িতে দুই-তিনজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে রয়েছে। খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই দুই পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এখনও এনকাউন্টার চলছে বলেই খবর।
উল্লেখ্য, দুদিন আগেই দুটি ঘটনা ঘটে ভূস্বর্গে। শুক্রবার, দক্ষিণ কাশ্মীরে আইইডি বিস্ফোরণে রাষ্ট্রীয় রাইফেলসের সাত জওয়ান আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে শ্রীনগর মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিনের বিস্ফোরণ ও হামলার ঘটনার দায় স্বীকার করেছে জৈইশ-ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল