সেঞ্চিয়ান ইমরুলে ভর করে বাড়ছে সংগ্রহ

0

স্পোর্টস রিপোর্টার

টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আউট হয়েছেন ওপেনার লিটন দাস ও অভিষিক্ত ফজলে রাব্বি। লিটন ৪ রান করলেও রানের খাতা খুলতেই পারেননি ফজলে রাব্বি। পরে আবার মুশফিকুর রহিম আউট হন ২০ বলে ১৫ রান করে। মুশফিকের এই বিদায় রিতিমতো চােপে ফেলেছে বাংলাদেশকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এখন দলের হাল ধরা ইমরুলের সংগ্রহ ৫০ বলে ৩৯ রান। দলীয় সংগ্রহ ১৪.৫ ওভারে ৬৬ রান। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পর জিম্বাবুয়ে। ২০১০ ও ২০১৬ সালের পর রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল কায়েস। ত্রিপিয়ান্দোর করা বলটিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ১১৮ বলে শতরান পূর্ণ করেন কায়েস।

সদ্যই ছেলের বাবা হয়েছেন কায়েস। প্রথম সন্তানের কল্যাণেই হয়ত এদিনের সেঞ্চুরিটি অন্যভাবে উদযাপন করলেন তিনি। সন্তাকে কোলে নিয়ে দোল খাওয়ানোর মতো করেই সেঞ্চুরি পর ব্যাট হাতে নিয়ে অন্যরকম উদযাপন করেন কায়েস।

সর্বশেষ দুই বছরে দুটি সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে কায়েসের এটা তৃতীয় সেঞ্চুরি। রোববার সিকান্দার রাজার করা বলটিকে লং অফে ঠেলে দিয়ে সিঙ্গেল রান নিয়ে ৬৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ফিফটির ইনিংস সাজাতে চারটি বাউন্ডারি হাঁকান এ ওপেনার। এরপর সেঞ্চুরির জন্য একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন কায়েস। রোববার মিরপুর শেরেবাংলায় খেলতে নামার আগে ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২ হাজার ৮১ রান করেছেন কায়েস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান। ইমরুল ১৩৭ বলে ১৪৩ রান। আর ৬৪ বলে ৪৬ রান সাইফউদ্দিনের।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.