ব্যবসায়ীর গুদাম থেকে সরকারী চাল জব্দ
মুক্ত অনলাইন ডেস্ক
সরকারি চাল জব্দ করার ঘটনায় রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক শামছুল বাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় স্থানীয় চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও জামাল উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক জামাল উদ্দিনেকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার দুপুরে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের গুদামে থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিলযুক্ত ২২ বস্তা (১১শ’ কেজি) চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক ওই চালগুলো জব্দ করেন। এ সময় চাল ব্যবসায়ী জামাল উদ্দিনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে আলেকজান্ডার বাজারে জামাল উদ্দিনের চালের গুদামে অভিযান চালানো হয়। এসময় ২২ বস্তা সরকারি চাল পাওয়া যায়। অবৈধভাবে মজুত করে রাখায় ওই চাল জব্দ করে জামাল উদ্দিনকে আটক করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃত ব্যবসায়ীসহ দুই চাল ব্যবসায়ীর নাম এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে ‘বিশেষ ক্ষমতা আইনে’ রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জামাল উদ্দিনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ২২ বস্তা চাল থানা হেফাজতে রাখা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল