আ’লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার ওপর হামলা ও তার শ্যালককে হাতুড়ি পেটা করার ঘটনার ৯ দিন পরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আজ রোববার বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদার বাদী হয়ে জাকির হোসেন বেপারীসহ তিনজনকে নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় আউয়ার বাজারের জাকির হোসেনের ফার্মেসির সামনের রাস্তায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে জাকির হোসেন বেপারীসহ আসামিরা শাহজাহান হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালান।

এসময় তাকে রক্ষা করতে গেলে তার শ্যালক রফিকুল ইসলামকে হাতুড়ি পেটা করে আহত করা হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  ওসি মো. খলিলুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.