বাঘায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি

0

মুক্ত অনলাইন ডেস্ক

‘রুপজান বেওয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা’র দুই শিশু ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। তবে পুলিশ অদ্যাবধি ওই দুই শিশুর কোন সন্ধান মেলাতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের ইনছার আলী ছেলে ইয়াছিন আলী (১২) ও মনিগ্রাম এলাকার সান্টু হোসেনের ছেলে ফজলে রাব্বি (১১) ১৯ অক্টোবর কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। পরে তাদের পরিবারকে জানানোসহ বিভিন্ন স্থানে খোঁজ করে না পাওয়া গেলে ২১ অক্টোবর বাঘা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাদ্রাসার পরিচালক।

মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আমি শিশুদের বিভিন্ন স্থান থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসে মাদ্রাসা পরিচালনা করি। ওই দিন খাগড়বাড়িয়া জামে মসজিদে ইমাম হিসেবে নামাজ পাড়াতে যায়। সেখান থেকে ফিরে এসে দুই শিশুকে মাদ্রাসায় পাইনি। একপর্যায় তাদের পরিবারকে ঘটনা অবগত করাসহ থানায় জিডি করি।

বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, অভিযোগ পেয়েছি। নিখোঁজ দুই শিশুর ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তবে উদ্ধারের চেষ্টা চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.