ট্রেন লাইনচ্যুত হয়ে তাইওয়ানে নিহত ১৮
মুক্ত অনলাইন ডেস্ক
একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছেন তাইওয়ানে। দুর্ঘটনায় আরও ১৮৭ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকালে দেশটির ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়। পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল। তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, ট্রেনটির চারটি বগি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিলেন।
নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানান তিনি।-সূত্র যুগান্তর
মুক্ত প্রভাত/রাশিদুল