নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে চলছে মানববন্ধন
সড়ক দূর্ঘটনা রোদ, নিরাপদ সড়ক এবং সড়কে শৃঙ্খলার এবং সচেতনতার দাবিতে দেশজুড়ে চলছে মানববন্ধন, মিছিল-সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে মুক্ত প্রভাতের প্রতিনিধি-সংবাদদাতাদের পাঠানো খবর।
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি জানান- লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনা রোধে ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে হাতীবান্ধা উপজেলা প্রসাশন।
আজ সোমবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের মেইন গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সামিউল আমিন, ওসি ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান প্রমুখ।
এ সময় গাড়ি চালকদের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরন ও হেটলাইটের উপরের অংশ কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান- নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরে মানববন্ধনে অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা সো. হাফিজুর রহমান প্রমুখ।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান- ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

এ উপলক্ষে সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সামনে (নাটোর-লালপুর) প্রধান সড়কে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতি, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামান, লালপুর থানা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমসহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
এসময় সড়কে চলাচলরত যানবহনে কাগজপত্র পরীক্ষা করা হয় ও সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয়। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে দিবসটি পালিত হয়েছে।
এছাড়া নাটোর, ফরিদপুর, সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন বিক্ষোভের খবর পাওয়া গেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল