জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর
মুক্ত অনলাইন ডেস্ক
জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত মুদি ব্যবসায়ী আব্দুল হাকিম (২৬) ওই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে আব্দুল হাকিমের সাথে স্থানীয় বাজারে ৪ শতাংশ জমি নিয়ে আশ্বব আলীর ছেলে তৌহিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলছিল।
সম্প্রতি মামলাটি হাকিমের পক্ষে রায় দেন আদালত। এতে তৌহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে সোমবার সকালে তৌহিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল হাকিমের বাড়িতে হামলা চালায়। এ সময় হাকিমের পক্ষের লোকজনও পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাঁধে।
এতে হাকিম টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষে আহত হন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।
মুক্ত প্রভাত/রাশিদুল