গুরুদাসপুরে নারী ও শিশু উন্নয়ন সচেতনতামূলক র‌্যালী

0

শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে প্রচারনা মূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সারে ৯ টার দিকে গুরুদাসপুর উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে মিলিত হয়। সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের আয়োজনে প্রধান অতিথী ছিলেন, নাটোর জেলা আ.লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দস। বিশেষ অতিথী ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাউদ্দিন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, শাহিদা আক্তার মিতা, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। র‌্যালী শেষে শহীদ মিনার চত্বরে শিশু মেলার উদ্বোধণ করা হয়। মেলায় মোট ১৪টি স্টল অংশ নেয়। 
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন বলেন,- মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়াসহ মেধার বিকাশ ঘটবে। একই সাথে মাও বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে।
এর আগে শনিবার রাতে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী উন্নয়ন ও সচেতনতা মূলক আলোচনা, সঙ্গিত পরিশিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার ঢাকা।
এতে গান পরিশেন করেন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ক্লোজ-আপ ওয়ান তারকা মুহিন ও গামছা পলাশ, ছাড়াও মৌসুমী শ্রাবণী, শেফালী সারগামসহ অন্যান্য শিল্পী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.