বিষাক্ত গ্যাসে চট্টগ্রামে ২ শ্রমিকের মৃত্যু

0

মুক্ত অনলাইন ডেস্ক

পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালি জেলার নজরুল ইসলাম (৩০) এবং বাগেরহাটের কচুয়ার মোহাম্মদ ইউসুফ (২২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার জানান, সাম্প্রতি নির্মিত ওয়াসার সেপটিক ট্যাংকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।

এ সময় ইউসুফ ও নজরুল সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত এমোনিয়া গ্যাসে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.