সাদুল্যাপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান আটক
মুক্ত অনলাইন ডেস্ক
সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার থেকে তাকে আটক করা হয়।
সাদুল্যাপুর উপজেলা পরিষদের গাড়িচালক সামিউল ইসলাম বলেন, চেয়ারম্যান স্যারকে নিয়ে গাইবান্ধা শহরে যাওয়ার সময় সাহারবাজার নামক স্থানে আমার গাড়ির গতিরোধ করে একটি সাদা রঙের মাইক্রোবাস।
পরে ওই গাড়ি থেকে নেমে এসে সাদা পোশাকের কয়েকজন লোক স্যারকে (উপজেলা চেয়ারম্যানকে) নামিয়ে নিয়ে তাদের গাড়িতে তুলে জেলা শহরের দিকে রওনা হয়। পরে আমি গাড়ি নিয়ে সাদুল্যাপুরে ফিরে আসি।
সাদুল্যাপুর থানার একটি সূত্র জানায়, সাইদুর রহমান নাশকতা মামলার আসামি। দশম জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে সাদুল্যাপুর উপজেলার ২৭টি ভোটকেন্দ্রে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন নাশকতা মামলায় এর আগেও তিনি দুবার জেল খেটেছেন।
সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে আমাদের থানা এলাকায় কিংবা আমাদের থানার কোনো পুলিশ আটক করেনি।
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে আটকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি পুলিশ সাইদুর রহমানকে আটক করে সদর থানায় দিয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল