ট্রেনের টিকিট না থাকায় লালমনিরহাটে ১২৩ যাত্রীর জরিমানা

0

মুক্ত অনলাইন ডেস্ক

১২৩ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কাউনিয়া স্টেশনে ছয়টি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে রংপুরের কাউনিয়া স্টেশনে লালমনি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস ও ৩টি কম্পিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং ও অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১২৩ জন যাত্রীর কাছ থেকে ২৫ হাজার ৫৫০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। আগামী দিনে এ অভিযান অব্যাহত থাকবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.