শিতাকুন্ডে আটক ১০
মুক্ত অনলাইন ডেস্ক
বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ও ১০নং সলিমপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নাশকতার ৮ মামলার ওয়ারেন্টের এক আসামি এবং ৪ মামলার ওয়ারেন্টের একজন মাদক ব্যবসায়ী আসামি রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবছারুল আলম বলেন, এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিযানের মাধ্যমে ওয়ারেন্টের আসামিসহ ১০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল