আচার খেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অসুস্থ ৯শিক্ষার্থী

0

মুক্ত অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আচার খেয়ে ৯শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় আচার বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রীপুর কেরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা শিক্ষার্থীরা এক আচার বিক্রেতার কাছ থেকে আচার কিনে খায়। আচার খেয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

স্কুল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শিক্ষার্থীদের। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। অন্যদের ভর্তি করা হয়।

এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার ঘটনাস্থল পরিদর্শন করেন। আচার বিক্রেতা জহিরুল ইসলামকে (৫৫) স্কুল কর্তৃপক্ষ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.