কুবিতে ১৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্পের অনুমোদন

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দীর্ঘদিনের প্রতীক্ষা ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১ তম সভায় ২১ টি প্রকল্পের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণ ও নতুন ভবন নির্মাণের জন্য এই অনুমোদন বলে জানা যায়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন” প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

জানা যায়, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন” প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৬৫৫.৫ ০ কোটি টাকা। যার পুরোটাই জিওবি। প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বর হতে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে। যেখানে প্রকল্পের এলাকা উল্লেখ রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ।

এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চ শিক্ষার জন্য উন্নততর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরণের ভৌত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট হ্রাস করা প্রমুখ।

প্রকল্পটি বাস্তবায়নের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, ভূমি অধিগ্রহণ (২০০.২২ একর, ভূমি উন্নয়ন (১০০ একর), একাডেমিক ভবন নির্মাণ ০৪ টি (প্রতিটি ১০), প্রশাসনিক ভবন ০১টি (৬ তলা), ছাত্র-ছাত্রী হল নির্মাণ ০৪টি (২টি করে প্রতিটি ১০ তলা), উপাচার্যের বাসভবন নির্মাণ ১টি (২ তলা), শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণ ০১টি (১০ তলা), ডরমেটরি ভবন নির্মাণ ০১টি (১০ তলা), ছাত্র-শিক্ষক কেন্দ্র নির্মাণ ০১টি ( ৫ তলা), অডিটোরিয়াম নির্মাণ ০১টি (৩ তলা), মেডিকেল সেন্টার নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা, লেক খননসহ বেশ কয়েকটি কার্যক্রম।

এসময় একনেকে বৈঠকে প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.