মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি নিহত ১

0

মুক্ত অনলাইন ডেস্ক

মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে মুফিজ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পাঁচটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মুফিজ আলম উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত লাল মিয়ার পুত্র।

কক্সবাজারের টেকনাফে বুধবার ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন আল মনসুর হ্যাচারি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, থানায় নিয়ে আসার পর স্থানীয়রা লাশটি শনাক্ত করেন। মুফিজ মাদক ব্যবসায় জড়িত।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.