মুক্তিযোদ্ধার প্রাণ গেল অটোরিক্সার ধাক্কায়

0

মুক্ত অনলাইন ডেস্ক

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গোপাল নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।জয়পুরহাটের আক্কেলপুরে ওই দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, হোসেন মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন গোপাল। এ সময় একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিত্সক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.