জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
মুক্ত অনলাইন ডেস্ক
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আনিছুর রহমান আনিস (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহত আনিছুর রহমান আনিস ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শেখ রফিক উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আনিছকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনিসের চাচা মো. রমজান আলী কালু (৬০), তার তিন ছেলে মো. কাদের গনি (২৮), আব্দুর রহমান (১৬) ও মো. সাগরকে (১৪) আটক করা হয়েছে।
অপরদিকে পরকীয়ার জের ধরে গত রবিবার রাতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কোলনি পাড়ার মনির হোসেনের স্ত্রী শিমু খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে শিমুর দেবর মো. ওয়াসিমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, জমি সংক্রান্ত জের ধরে আনিসকে হত্যা করা হয়েছে। আনিস হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে পরকীয়ার জের ধরে শিমু খাতুনকে হত্যা করা হয়েছে।এটি স্পষ্ট।
মুক্ত প্রভাত/রাশিদুল