জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

0

মুক্ত অনলাইন ডেস্ক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আনিছুর রহমান আনিস (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আনিছুর রহমান আনিস ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শেখ রফিক উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আনিছকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনিসের চাচা মো. রমজান আলী কালু (৬০), তার তিন ছেলে মো. কাদের গনি (২৮), আব্দুর রহমান (১৬) ও মো. সাগরকে (১৪) আটক করা হয়েছে।

অপরদিকে পরকীয়ার জের ধরে গত রবিবার রাতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কোলনি পাড়ার মনির হোসেনের স্ত্রী শিমু খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে শিমুর দেবর মো. ওয়াসিমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, জমি সংক্রান্ত জের ধরে আনিসকে হত্যা করা হয়েছে। আনিস হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে পরকীয়ার জের ধরে শিমু খাতুনকে হত্যা করা হয়েছে।এটি স্পষ্ট।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.