ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে আশুলিয়া থানায় আরো একটি মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মোট চারটি মামলা দায়েরসহ অসংখ্য সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়েছে।  মঙ্গলবার গভীর রাতে জমি দখল, ভাঙচুর, চাদাবাজী ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন। মামলায় জাফরুল্লাহসহ আরো ৩ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তুজা আলী বাবু।  আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫, ১৯ ও ২১ অক্টোবর একই অভিযোগ ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মোহাম্মদ আলী, ইমাম হাসান ও সৈয়দ সেলিম হোসেন নামের অপর তিনজন ব্যক্তি আশুলিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। -সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.