বান্দরবানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবাসহ গিয়াস উদ্দিন (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে লামা থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার লাইনঝিরি রওজারঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটকৃত গিয়াস উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা মৃত নজু মিয়ার ছেলে।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. লেয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাইনঝিরি রওজারঝিরি এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.