ব্যরিষ্টার মইনুলের বিরুদ্ধে আরো একটি মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

ব্যরিষ্টার মইনুলের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার নড়াইলে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে নড়াইলে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। স্থানীয় দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানমের দায়ের করা মানহানি মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ। মামলার বিবরণে বলা হয়, ১৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে ৭১ টিভির টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মামলার বাদী নড়াইলের মিলি খানম মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন। এতে সমগ্র নারী সাংবাদিকদের কলঙ্কিত করা হয়েছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য সেদিন টিভি টকশোতে সোশাল মিডিয়াতে আলোচনার সূত্র ধরে মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুলকে জিজ্ঞেস করেন তিনি জাতীয় ঐক্য ফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কিনা? জবাবে মি. হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’-সূত্র কালের কন্ঠ

মুক্ত প্রভাত/রাশিদুল 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.