৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক
৩৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মধুপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মৃত আবু বক্কর ভুইয়ার ছেলে শরিফ (৪০) ও ওহাব আলীর ছেলে মনির (৩০)।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদক ব্যবসায়ী শরীফ ও মনিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল