বান্দরবানে শেষ হলো ‘ওয়াগ্যোয়াই পোয়ে’

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের তিনদিন ব্যাপী প্রবারণা উৎসব (ওয়াগ্যোয়ঃপোয়ে)। বৃহস্পতিবার রাতভর পিঠা তৈরী, বুদ্ধ মূর্তি স্নান, হাজার প্রদীপ প্রজ্জলন, নতুন কাপড় পড়ে ছোয়াইং দান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারনা উৎসবকে মারমারা বলে ওয়াগ্যোয়াই পোয়ে। বৌদ্ধ ধর্ম নিয়ম অনুসারে আষাঢ়ী পুর্ণিমা থেকে আশ্বিনি পুর্ণিমা পর্যন্ত তিন মাসের বর্ষাবাসের সমাপ্তির উৎসব হিসেবে মারমরা এ উৎসব পালন করে থাকে।

উৎসবের শেষ দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বৌদ্ধ ধর্মালম্বী নর নারী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্থানীয় রাজার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুষ বাতি উড়ানোর আয়োজন করা হয়। এতে বান্দরবানের রাজনৈতিক প্রশাসনিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধায় বুদ্ধ পুজা ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী এই প্রবারনা উৎসব। বৃহস্পতিবার রথ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় প্রবারনা উৎসব (ওয়াগ্যোয়াই পোয়ে)।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.