পুলিশ সাধারণ মানুষের জন্য- নাটোরের পুলিশ সুপার
লালপুর (নাটোর) সংবাদদাতা
‘বাংলাদেশ পুলিশ কাজ করে সাধারণ মানুষের জন্য, আমরা বাংলাদেশের জনগনের পুলিশ, আমরা গরীবের পুলিশ। দেশে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে শুধু পুলিশ নয় সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে। নাটোরের পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি বলেন- আপনাদের কাঙ্খিত সেবা পেতে আমাদের জানান, আমরা পুলিশ কাজ করতে চাই সাধারণ মানুষের জন্য। ন্যায়ের জন্য অন্যায়ের জন্য নয়। আমরা চাই সাধারণ মানুষ যেন কাঙ্খিত সেবা পায়। যতদিন পারবো মানুষের সেবা করবো।
কোন পুলিশ সদস্য যদি কোন মানুষকে কাঙ্খিত সেবা দিতে না পারে তবে তার পুলিশে চাকরি করার দরকার নেই।’ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশং এর আয়োজনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই সকল কথা বলেন।
লালপুর থানার (ওসি) নজরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপর (বড়াইগ্রাম সার্কেল) মোহম্মদ হারুন আর রশিদ, লালপুর থানার পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম, লালপুর থানা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল