প্রেমিককে বাঁচাতে স্বামীর নামে স্ত্রীর মামলা

0

মুক্ত অনলাইন  ডেস্ক

স্বামী মামলা করেছেন  স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। সেই মামলা থেকে প্রেমিককে বাঁচাতে উল্টো স্বামীর নামেই মামলা টুকে দিয়েছেন স্ত্রী। বরিশালের আগৈলঝাড়ায় ওই ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে- উপজেলার রত্নপুর গ্রামের মুক্তিযোদ্ধা, সাবেক সেনা সদস্য মৃত জহিরুল ইসলাম হাওলাদারের ছেলে আবুল কাশেম হাওলাদার আট বছর আগে বিদেশে যান। বিদেশে থাকার সুযোগে একই বাড়ির নুরুল ইসলাম হাওলাদারের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিদেশে থেকে স্ত্রীর পরকীয়ার বিষয়টি বিশ্বাস না করলেও কয়েক বছর পূর্বে কাশেম বাড়ি ফিরলে স্ত্রীর সঙ্গে শফিকুলের পরকীয়ার বিষয়ে নিশ্চিত হন তিনি। ঘটনা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে আসছিল। ঘটনার জের ধরে ৩ অক্টোবর সকালে পরকীয়া প্রেমিক শফিকুলের সঙ্গে স্ত্রীর ফোনালাপ নিয়ে আবুল কাশেম তার স্ত্রীকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম ও তার লোকজন গাছের সঙ্গে বেঁঁধে পেটায় আবুল কাশেম হাওলাদারকে।

নির্যাতনের ঘটনায় ৮ অক্টোবর আগৈলঝাড়া থানায় আবুল কাশেম বাদী হয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক শফিকুল ইসলামকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা করায় কাশেমের স্ত্রী ক্ষিপ্ত হয়ে পরকীয়া প্রেমিককে বাঁচাতে স্বামী আবুল কাশেমের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করে।

ঘটনার সত্যতা স্বীকার করে রত্নপুর ইউপি সদস্য আনোয়ার সরদারসহ একাধিক লোকজন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেও তারা কোন সমাধান করতে পারেনি। এ বিষয়ে আবুল কাশেমের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.