মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা

0

মুক্ত অনলাইন ডেস্ক

জমি সংক্রান্ত বিরোধের জের মুক্তিযোদ্ধার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার ভোর রাতে  বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর গ্রামের মৃত লাল খানের পুত্র শাহিদ খান ও আবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ওই গ্রামের মুক্তিযোদ্ধা ডাঃ মজিবুল হকের স্ত্রী মায়া রানী বেগমকে কুপিয়ে জখম করে।

মায়া রানী বেগম জানান, গত ২৬ অক্টাবর রাত ২টার শহীদ খান, আবুল খান, ইব্রাহিম খানের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী রামদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর ভাঙচুর করে।

এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। তাকে রক্ষা করতে গেলে তার ভাতিজা বাপ্পীকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে।  এ ঘটনায় মায়ারানী বেগম বাদী হয়ে শহীদ খানসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেন।  এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে শহীদ খান জানান, মায়া রানী লোকজন নিয়ে আমাদের জমিতে ঘর উত্তোলন করতে গেলে আমরা বাধা দিয়েছি। সেই সময় তাদের সঙ্গে আমাদের বাক-বিতণ্ডা হয়। কিন্তু সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.