আইয়ুব বাচ্চুর “মৃত্যু কাব্যের” মিউজিক ভিডিও আসছে…
মোঃ ইলিয়াছ মোল্লা
অগণিত ভক্ত শ্রোতাদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু । তার কোটি কোটি ভক্তদের জন্য রেখে গেছেন তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান। ঠিক তেমনি ২০০৩ সালে প্রিন্স মাহমুদের সুরে রিলিজ হয় ডুয়েট অ্যালবাম যন্ত্রনা ।
সংগীতার ব্যানারে ওই অ্যালবামে আইয়ুব বাচ্চু ছাড়াও ছিলেন আরেক খ্যাতিমান তারকা জেমস । অ্যালবাম টি মুক্তি পাওয়া মাত্রই ব্যাপক পরিসরে সারা পড়ে যায়। সেই গান গুলো আজও ঘুরে ফিরে তরুণ বৃদ্ধা ও সর্ব স্তরের মানুষের মুখে মুখে । মানুষ আনন্দ খুজে তার গানে গানে । এত বছর পরেও সেই গান গুলোর চাহিদা একটুও কমেনি।
এবার সেই যন্ত্রনা অ্যালবাম থেকে আইয়ুব বাচ্চুর গাওয়া “মৃত্যু কাব্য” গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন আলিমুজ্জামান সনি।
সনি জানান- শুটিং শুরু করার আগে আমাদের শুটিং ইউনিটের সবাই শোক পালন করে। নির্দেশনা দেওয়ার সময় আমি বার বার আবেগে জড়িয়ে যাচ্ছিলাম। তার হাসি মাখা মুখটি বার বার চোখের সামনে ভেসে আসছিলো। বাচ্চু ভাই গানটি এত প্রেম দিয়ে গেছেন যে, এখনো শুনতে যে কেউ আবেগময় হয়ে যাবে। সত্যিই অসাধারণ। আশা করছি জনপ্রিয় এই গানটির সাথে মিউজিক ভিডিও টাও দর্শকদের পছন্দ হবে।
এদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে এখন সম্পাদনার কাজ চলছে ভিডিওটির। তাই আশা করা যায়- খুব শিগ্রই আইয়ুব বাচ্চুর ভক্তরা পেতে যাচ্ছেন পুরোনো গানের নতুন মিউজিক ভিডিও মৃত্যু কাব্য। গানটি দেখতে চোখ রাখুন সংগীতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
মুক্ত প্রভাত/রাশিদুল