সাতক্ষীরায় আটক ৭৬

0

মুক্ত অনলাইন ডেস্ক

পুলিশের বিশেষ অভিযানে বিএনপির দুইজন, জায়াতের চারজন নেতা-কর্মী ও মাদক মামলার ৭ আসামিসহ ৭৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ১৮২ পিস ইয়াবা, ১ কেজি গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ১৪ জন, আশাশুনি থানা থেকে ১৩ জন,দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.