সুবিধা বঞ্চিত পথ শিশুদের বিনামূল্যে বই খাতা বিতরণ
লিখন রাজ, উপজেলা প্রতিনিধি
আজ ২৬ অক্টোবর শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় শিক্ষার আলো” সুবিধা বঞ্চিত পথশিশুদের স্কুল ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ নামের সামাজিক সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে বিনামূল্যে পাঠদান ও বই খাতা বিতরণ এবং গুনিজন সংবিধানা অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনে প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন- অনুপ বিশ্বাস এসিস্ট্যান্ট প্রফেসর ইউনিভার্সিটি ওপ কলকাতা, বিশেষ অতিথি ছিলেন- এইচ এম দুলাল নিউজ প্রডিসর মাই টিভি. তপন সাহা তপু সিনিয়র কামেরা পারসন এটিএন বাংলা , মোঃ সেলিম খান পরিচালক ইউনিক গ্রুপ নাসিমুল গণি ব্যাবসাই ও সমাজ সেবক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাহাবুব খান একেএম কাদির সপন নাইম রাব্বি ফাতেমা বিন্দতে নূর, মেহেরা, অনিকা, আনোয়ার হোসেন নিজুম, হাবিব, আরো অনেক,অতিথিদের আসন গ্রহণ দিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়ে অতিথিদের বক্তব্য,সংগঠনের সভাপতি ও সদস্যদের বক্তব্য, অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ, স্কুলের বাচ্চাদের কবিতা ও ছড়া বলা, , সংগঠনের সকল কর্ম বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল