ইউপি সদস্য পেটালেন সচিবকে

0

মুক্ত অনলাইন ডেস্ক

চাঁদশী ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য প্রকল্পের কাজ শেষে না করে ইউপি সচিবের কাছে চেক দাবি করেন। ইউপি সচিব সাধন চন্দ্র হালদার প্রকল্পের কাজ শেষ না হলে চেক দিতে অপরগতা প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সচিবের অফিস কক্ষেই তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ মেহেদী ওরফে সুলভ ও ২নং ওয়ার্ডের সদস্য দিলীপ কুমার ভদ্র।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উক্ত দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে ইউপি সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নাঠৈ এলাকায় অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে যান চলাচল স্বভাবিক করে। এ সময় পুলিশকে উদেশ্যে করে অবরোধকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার বলেন, বৃহস্পতিবার রাতে সচিব সাধন চন্দ্র হালদার বাদী হয়ে ইউপি সদস্য সৈয়দ মেহেদী ও দিলীপ কুমার ভদ্রর নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতেই নাঠৈ এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মেহেদী ও দিলীপ কুমার ভদ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.