গাংনীতে আটক বিএনপি-জামায়াতের ২২ নেতা-কর্মী
মুক্ত অনলাইন ডেস্ক
ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২২ বিএনপি জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যেরাতে গাংনী উপজেলার করমদী ও কল্যাণপুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৭টি ককটেল ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাংনী থানার মামলা নং-২০ তারিখ-২৭/১০/১৮ ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী ২০০২) এর ৪/৬ ধারা তৎসহ ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার (পিপিএম) জানান, বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা করমদী ও কল্যাপুর মাঠের মধ্যে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহার নামীয় আরো ৩৯ জনসহ দেড় শতাধিক নেতাকর্মী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহিদুল ইসলাম (৫০) পিতা-মৃত মোতালেব, সাং-রামকৃষ্ণপুর ধলা,মোঃ আঃ লতিফ (৪৭) পিতা-মৃত সামছুদ্দিন, সাং-তেতুলবাড়ীয়া শিলিনপাড়া,মোঃ ইসরাফিল (৬০) পিতা-মৃত ইরফান মন্ডল, সাং-হিন্দা মসজিদপাড়া,মমিন দফাদার (৪৬) পিতা-মৃত সামাদ আলী, সাং-জোড়পুকুরিয়া দক্ষিনপাড়া,মোঃ মোজাম্মেল হক (৫৫) পিতা-মৃত মুরাদ আলী, সাং-জোড়পুকুরিয়া দক্ষিনপাড়া, শাহআলম (২৮) পিতা-ছাদেক আলী সাং-রামনগর মধ্যপাড়া,
মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত আইনাল হক, সাং-সাহারবাটি,মোজাম্মেল হক (৫০) পিতা-মৃত আনিছুর রহমান, সাং-ঝোড়াঘাট,আলহাজ (২৬) পিতা-আঃ ওদুদ, সাং-বাদিয়াপাড়া মাঠপাড়া,আঃ হালিম (৪৮) পিতা-মৃত আঃ জলিল, সাং-কাজিপুর নিমস্মরন পাড়া,জরাফত আলী (৫৮) পিতা-মৃত আশবার আলী সাং-কাজিপুর ঘরামীপাড়া,আহম্মদ আলী (৫৫) পিতা-মৃত ছাকিম উদ্দীন ফকির, সাং-হাড়াভাঙ্গা পশ্চিমপাড়া,শাহ আলম (৫০) পিতা-আবুল খায়ের সাং-হাড়াভাঙ্গা মন্ডলপাড়া,শামীম রেজা ওরফে পিকু (৩৮) পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-হেমায়েতপুর,
আঃ গফুর (৪০) পিতা-মৃত মোকছেদ বিশ্বাস, সাং-রুয়েরকান্দি, গোলাম মোস্তফা (৪২) পিতা-মৃত ওহেদ বক্স বিশ্বাস সাং-চাঁদপুর, মোঃ আলাল (৩৫) পিতা-মৃত ফুয়াজ মালিথা, সাং-গজারিয়া হেমায়েতপুর, আকবর আলী (৫০) পিতা-মৃত আবুল হোসেন, হযরত আলী (৪৫) পিতা-মৃত নিয়ামত আলী, উভয় সাং-পুরাতন মটমুড়া, ২০। বিল্লাল হোসেন (৫০) পিতা-হুরমত আলী, সাং-রায়পুর,আজিজুল হক (৫০) পিতা-মৃত আদালত সাং-ভাটপাড়া, খোকন হোসেন (৪৫) পিতা-মৃত রইচ উদ্দীন। এদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি তাদের যার যার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল