২ ডাকাত আটক

0

মুক্ত অনলাইন ডেস্ক

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ফরিদপুর জেলার সালথা থানার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মো. মান্দার শেখ ওরফে মান্দার ডাকাত (৩০) এবং বোয়ালমারী উপজেলার পরমের্শদী গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মো. নাজমুল ফকির ওরফে নাজমুল ডাকাত (২০)।

পুলিশ জানায়, কাশিয়ানী থানায় গ্রেপ্তার ডাকাত দলের সদস্য সুমনের দেওয়া তথ্যানুযায়ী পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মো. মান্দার শেখ (৩০) ও মো. নাজমুল ফকির (২০) ডাকাতকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মুকসুদপুর এবং ফরিদপুর জেলার সালথা থানায় একাধিক মামলা রয়েছে।

তারা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন থানার তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলের বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.