ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি
হাজারো শিক্ষার্থীর থাকা, খাওয়া, যাতায়াতসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িছেন নোয়াখালীবাসী। বিশেষ করে নোয়াখালী পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, নোবিপ্রবি প্রশাসন, বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থীদের এসব সুবিধা প্রদানে কোন আর্থিক খরচ নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের এসব সুবিধা প্রদান করা হচ্ছে বিনামূল্যে।
খোঁজ নিয়ে জানাগেছে- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে। আজ (২৮ অক্টোবর) শেষ দিনের মত অনুষ্ঠিত হচ্ছে ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষ্যে নোবিপ্রবি মুল ফটক স্টল স্টল সাজিয়ে রেখেছে বিভিন্ন সংগঠন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন সামাজিক এবং বিভাগ, জেলা ও উপজেলা ভিত্তিক সংগঠন গুলোও এগিয়ে এসেছে এসব কার্যক্রমে। বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে প্রায় ১৮টি সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতার জন্য স্টল দিয়েছে।
বিভিন্ন জেলা থেকে অাসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহযোগিতা করছে এসব সংগঠন। এছাড়াও ভর্তিচ্ছুদের ফলাফল জানিয়ে দেওয়ার জন্য নাম এবং রোল লিখে রাখছে স্টল দেওয়া নোবিপ্রবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এমন সহযোগিতা দেখে কুমিল্লা থেকে আসা এক অবিভাবক বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।
কোন সমস্যা হলে সমাধানের ব্যবস্থা করে দিচ্ছে। শিক্ষার্থীদের এমন নিঃস্বার্থ সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। স্টল দেওয়া চাটখিল এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মনির আহমেদ হাসান তাদের কর্যক্রম সম্পর্কে বলেন, আমরা আমাদের উপজেলা এবং অন্যান্য জেলা, উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করছি।
শিক্ষার্থীদের ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের সংরক্ষনে রাখছি। আর তাদের ফলাফল জানিয়ে দেওয়ার জন্য নাম, রোল এবং মোবাইল নাম্বার লিখে রাখছি। তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে আসা ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদেরকে এটুকু সহযোগিতা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
উল্লেখ্য, ক্যম্পাসের মুল ফটকের সামনে স্টল দিয়েছে কোম্পানিগঞ্জ, বরিশাল, চাটখিল, চট্টগ্রাম, সেনবাগ, রংপুর, নরসিংদি, কুমিল্লা, লক্ষীপুর, সুবর্ণচর, ব্রাক্ষ্মনবাড়িয়া, সিলেট, চাঁঁদপুর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর, ফেনী, নোয়াখালী এবং বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখা।
মুক্ত প্রভাত/রাশিদুল