কয়লা খনি দুর্ঘটনায় চীনে নিহতের সংখ্যা বেড়ে ১৩

0

মুক্ত অনলাইন ডেস্ক

একটি কয়লা খনি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
খবর সিনহুয়া’র। চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে ওই ঘটনা ঘটেছিল। জরুরি উদ্ধারকারী সদরদপ্তর জানিয়েছে, খনিটির উভয় প্রান্তে কয়লা ধসে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে।

এতে সুড়ঙ্গের ৭৪ মিটার গভীরে আরো আট খনি শ্রমিক আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা স্থানীয় সময় রোববার সকাল ছয়টায় সুড়ঙ্গটির ৪২ মিটার পর্যন্ত কয়লা অপসরণ করেছে।

উভয় প্রান্তে দিয়ে অবশিষ্ট ৩২ মিটার কয়লা অপসরণ করার কাজ চলছে। গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লঙ্গিউন কোল মাইন কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে মোট ২২ জন শ্রমিক আটকা পড়ে। এক শ্রমিককে উদ্ধার করা হয়।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.