পঞ্চগড়ে আটক মোটরসাইকেল চোরাচালান চক্রের ৪ সদস্য
মুক্ত অনলাইন ডেস্ক
মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় একটি ১২৫ সিসি হোন্ডা সাইন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনিবাড়ি এলাকার লালু, জেলা শহরের ইসলামবাগ এলাকার মামুন, জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের দালালপাড়া এলাকার রতি কান্ত রায় ও একই উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের খতিবর রহমান। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী নীলফামারী জেলা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নীলফামারীতে রুবেল নামে একজনকে আটক করে পুলিশ।
তার দেওয়া তথ্যানুযায়ী পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বারের নেতৃত্বে পঞ্চগড় ও নীলফামারী থানার একদল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে এদের আটক করে। রতিকান্ত ও খতিবরের বাড়ি থেকে একটি চোরাই ১২৫সিসি হোন্ডা সাইন মোটরসাইকেলটি উদ্ধার করে। পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বার বলেন, আটককৃতের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা হয়েছে।
অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরে রাতেই তাদের নীলফামারী পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল