আট দলিল লেখকের বিরুদ্ধে রাজশাহীতে মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ‘জাল সার্টিফিকেট’ দিয়ে লাইসেন্স করার অভিযোগে ওই মামলা করা হয়। সম্প্রতি সদর দলিল লেখক সমিতির ৪৭৩ নম্বর সনদধারী সদস্য আখেরুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।

মামলার আর্জি সূত্রে জানা গেছে, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক, সনদ নং-৪৫০ সহ ৮ জন এসএসসি পাস না করে জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখার লাইসেন্স করেন। এতে সাধারণের বিশ্বাস ভেঙে প্রতারণার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের মত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন তারা। এ বিষয়ে জেলা সাব-রেজিস্ট্রারকে একাধিক বার অভিযোগ দিলেও তিনি কোন পদক্ষেপ করেননি। ফলে অভিযুক্তদের দিয়ে তৈরিকৃত দলিল নিয়ে সাধারণ মানুষ জমিজমা সংক্রান্ত বিষয়ে নানা জটিলতায় ও বিপাকে পড়ছেন। এছাড়া মামলায় ৪৭৮ নম্বর সনদধারী সোহরাব হোসেন, ৪৯৫ নম্বর সনদধারী সারোয়ার আকতার, ৫০৭ নম্বর সনদধারী রুহুল আমিন, ৪১৮ নম্বর সনদধারী আকবর হোসেন, ৫২৯ নম্বর সনদধারী মতিউর রহমান, ৪৮৬ নম্বর সনদধারী আইনুল হক এবং ৫০৫ নম্বর সনদধারী মনিরুল ইসলাম এসএসসি পাশ না করে ভুয়া সনদপত্র দিয়ে দলিল লিখছেন বলে আর্জিতে দাবি করা হয়। মামলা নম্বর ২৩পি/২০১৮।

মামলার আর্জিতে আরো বলা হয়েছে, তাদের এসব জালিয়াতির বিষয়ে রেজিস্ট্রি অফিসের কেউ কোনো অভিযোগ করলে তাদেরকে মামলা দেওয়ার হুমকিসহ শারীরিকভাবে নির্যাতন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সদর দলিল লেখক সমিতির এক সদস্য বলেন, মামলার হাজিরার দিন আগামী ৩০ অক্টোবর আদালত নির্ধারণ করেন এবং জেলা রেজিস্ট্রারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

কিন্তু অজ্ঞাত কারণে জেলা রেজিষ্ট্রার একই তারিখে তদন্তের দিন ধার্য করে তাদেরকে নোটিশ দিয়েছেন। এ বিষয়ে সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক সাংবাদিকদের বলেন, তিনি এখনো মামলার কপি পাননি। এছাড়া মামলা যখন হয়েছে সার্টিফিকেট জাল না ঠিক সেটা আদালতেই প্রমাণ হবে।

আদালত থেকে জাল সার্টিফিকেট বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে মামলার হাজিরার একই তারিখে অভিযুক্তদের তদন্তের জন্য ডাকা হয়েছে কেন? এমন প্রশ্নের জবাবে জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মহামান্য আদালতে সময় বাড়ানো জন্য আবেদন করেছি। শুধুমাত্র একদিক দেখলেতো চলে না, অনেক কাজ থাকায় ৩০ অক্টোবর তদন্তের জন্য অভিযুক্তদের ডেকেছি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.