নোবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হল

0

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ অক্টোবর) রবিবার ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় এবারের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ২৬ অক্টোবর ‘এ’ ও ‘বি’ ইউনিট, ২৭ অক্টোবর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৮ অক্টোবর ‘ই’ ও ‘এফ’ ইউনিট।

ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় নোবিপ্রবি ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতীকর ঘটনার খবর পাওয়া হয়নি।

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. এম অহিদুজ্জামান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল নোবিপ্রবি প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর নোবিপ্রবির ৩০টি বিভাগে মোট ১৩২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.