সুইজারল্যান্ড আ’লীগের রাষ্ট্রপতির সাথে সাক্ষাত
মুক্ত অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।জেনেভার প্রানকেন্দ্রে অবস্থিত গ্রান্ড হোটেল ক্যামপিন্সকিতে অবস্থানকালে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, সহ-সভাপতি গোলাম মোরশেদ সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল ও শাহ আলম এগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরী চরণ সসীম ও কার্যকরী পরিষদের সন্মানীত সদস্য আকন আজাদ।
সাক্ষাতের জন্য সময় দেওয়ায় রাষ্ট্রপতিকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ গত ২২ শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত জাতিসংঘে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করেন।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল