বগুড়ায় আটক ৫ মাদক ব্যবসায়ী

0

মুক্ত অনলাইন ডেস্ক

মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২। শনিবার রাতে বগুড়ার জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ও পুরান বগুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- বগুড়া শহরের বাদুরতলার মো রুমন (২২), কামারপাড়ার মো. সামিম শাহ (২৬), লতিফপুর কলোনির মো. মাহাতাব উদ্দিন (৩২), মো. রাজা (২৬), মো. মাসুম (২৬)।

র‌্যাব জানায়, বেতগাড়ী দ্বিতীয় বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিল, মোবাইল এবং নগদ- ২৫০ টাকা টাকাসহ বগুড়া শহরের বাদুরতলার মো. রুমন (২২), কামারপাড়ার মো. সামিম শাহকে (২৬) আটক করা হয়।

একই রাতে পুরান বগুড়া নামক স্থানে ‘বগুড়া ব্যাগ ইন্ডাস্ট্রিজ’ এর সামনে থেকে ১০০ পিস ইয়াবা, দুইটি সীম ও মোবাইল ফোনসহ ইয়াবা ব্যবসায়ী শহরের লতিফপুর কলোনির মো. মাহাতাব উদ্দিন, মো. রাজা, মো. মাসুমকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.