রাবিতে সেরা প্রতিবেদক পুরস্কার পেল ৪ সাংবাদিক

0

অারাফাত হোসাইন অভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় সেরা রিপোর্টার হিসেবে পুরষ্কৃত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন প্রতিবেদক।

রোববার দুপুরে রিপোটিং ও ফিচার রাইটার ক্যাটাগরীতে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।

পুরষ্কার প্রাপ্ত প্রতিবেদকদের মধ্যে, ইংরেজি ভার্সনে সেরা সংবাদ প্রতিবেদক ক্যাটাগরীতে ইন্ডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, ও ইংরেজিতে সেরা ফিচার রাইটার হিসেবে দ্যা এশিয়ান এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কেএএম সাকিব।

অন্যদিকে বাংলা ভার্সনে সেরা সংবাদ প্রতিবেদক হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল, বাংলা ফিচার ক্যাটাগরীতে সেরা প্রতিবেদক দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি নাজমুল মৃধা।

পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আমজাদ হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.