নারী নির্যাতন মামলায় তানোরে ইউপি সদস্য গ্রেফতার

0

মুক্ত অনলাইন ডেস্ক

নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি ইউপি মেম্বর হাসান আলীকে(৪৫) গ্রেফতার করেছে রাজশাহীর তানোর থানার পুলিশ।

আজ সোমবার সকালে তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা করা হয়েছে। হাসান আলী উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের আরাজী একতারপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।

তানোর থানা সূত্রে জানা যায়, এসআই নাজমুল হক মৃধার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হাসান আলী মেম্বারকে রবিবার দিবাগত রাতে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। হাসান ৮ নম্বর চাঁন্দুড়িয়া ইউনিয়নের বর্তমান মেম্বার।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হাসান মেম্বারকে গ্রেফতার করে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.