খালেদার রায় ঘিরে নিরাপত্তা জোরদার
আরাফাত হোসাইন অভি
কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও এখনো ছাড়া পাচ্ছেন না তিনি। অন্যান্য ,মামলায় গ্রেফতার থাকায় কারাগারে রাখা হচ্ছে খালেদা জিয়াকে ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ সোমবার। এজন্য রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের অস্থায়ী আদালত ঘুরে দেখা গেছে, রায়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও সাদা পোশাকে পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। এ ছাড়াও রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
নিরাপত্তার স্বার্থে অস্থায়ী আদালতের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্যারিকেড দেয়া হয়েছে চানখাঁরপুল থেকে নাজিমুদ্দিন রোডে প্রবেশ করার রাস্তার মাঝামাঝি, চকবাজার থেকে আদালত চত্বরে প্রবেশের রাস্তা এবং বংশাল থেকে নাজিমুদ্দিন রোডের রাস্তাসহ চারদিকে। কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাধারণ মানুষদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে৷
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, রায়কে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমরা তৎপর রয়েছি বলেও জানান তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল